এশিয়া সামার প্রোগ্রামে ড্যাফোডিল শিক্ষার্থীদের পরিবেশনা

এশিয়া সামার প্রোগ্রামে ড্যাফোডিল শিক্ষার্থীদের পরিবেশনা

  • ক্যাম্পাস ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া সামার প্রোগ্রাম ২০১৮’র সমাপনী অনুষ্ঠানে জমকালো পরিবেশনার মাধ্যমে সবার মন জয় করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দক্ষিণ কোরিয়ার ডংসিউ ইউনিভার্সির আয়োজনে গত ৮-২৭ জুলাই এ সামার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৭ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যার মধ্যে শুধু বাংলাদেশের ৬জন শিক্ষার্থী ও ব্যবসায় প্রশাসন বিভাগের একজন সহযোগী অধ্যাপক সমাপনী অনুষ্ঠানে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। গতকাল শুক্রবার (২৭ জুলাই) এএসপি-২০১৮’র এই সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানের শেষ পর্বে ডংসিউ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জেকাক চ্যাং ড. মো. সবুর খানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং এশিয়া সামার প্রোগ্রামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামের (এইউপিএফ) সম্পূর্ণ সহযেগিতায় প্রতিবছর এশিয়া সামার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এশিয়া সামার প্রোগ্রাম তিন সপ্তাহের ক্রেডিটনির্ভর একটি প্রোগ্রাম। প্রোগ্রামটি সারাবিশ্বের শিক্ষার্থীদের সংস্কৃতি বিনিময়, আন্তঃদক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস নির্মাণ, পেশা সম্প্রসারণ, বিশ্বব্যাপী বন্ধুত্বের নেটওয়ার্ক তৈরিসহ নানা কাজের গেট টুগেদার অনুষ্ঠানে পরিণত হয়েছে।

Sharing is caring!

Leave a Comment