ড্যাফোডিলের ঘরে দুই পুরস্কার

ড্যাফোডিলের ঘরে দুই পুরস্কার

  • ক্যাম্পাস ডেস্ক

জাতীয় আইন অলিম্পিয়াড ২.০-তে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ ও ‘বেস্ট আর্গুমেন্টেটিভ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের দুই শিক্ষার্থী নাজিয়া আফরোজ অনন্যা এবং মাহমুদুল হাসান আরাফ। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের (এসসিএলএস) আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশের ১৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। সব দলের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল র‌্যাংকিংয়ে প্রথম স্থান অধিকার করে এবং দলটি সেমিফাইনাল পর্ব পর্যন্ত লড়াই করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলের মেন্টর ছিলেন ড্যাফোডিল মুট কোর্ট সোসাইটির মডারেটর মুহাম্মদ ওমর ফারুক।

প্রতিযোগিতা শেষে এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারপতি হাবিবুল গণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Sharing is caring!

Leave a Comment