ড্যাফোডিলে বাংলাদেশ ইয়ুথ সিম্পোজিয়াম

ড্যাফোডিলে বাংলাদেশ ইয়ুথ সিম্পোজিয়াম

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ইয়ুথ সিম্পোজিয়াম-২০১৮’। গত মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই ছাত্রছাত্রীরা কীভাবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে সে বিষয়ে সকল শিক্ষার্থীকে অবগত করতে এই যুব ও উদ্যোক্তা বান্ধব কর্মশালার আয়োজন করা হয়। ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্ট্রেপ্রেনিউর (ওয়াইএসএসই) এবং সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম (এসবিএসএফ) যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

এসবিএসএফ আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক মো.কামারুজ্জামান দিদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিলের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

ওয়াইএসএই-এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ড নিয়ে কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পল্লী কর্ম সহায়ক ফউন্ডেশন ও ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের চেয়্যারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ। 

Sharing is caring!

Leave a Comment