দূরের ক্যাম্পাসে ঈদ

দূরের ক্যাম্পাসে ঈদ

  • ক্যাম্পাস ডেস্ক

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। ভিনদেশের ক্যাম্পাসে কেমন কাটে তাঁদের ঈদ। সে কথাই জানিয়েছেন তারা।

.আনন্দ খোঁজার আনন্দ
মেলবোর্নে প্রথমবার ঈদে নিজেকে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করেছি। আগের দিন বাজারে গেলাম। বাবাকে ফোন করে জেনে নিলাম কী কী কেনা লাগবে, ছোটবেলা থেকে এই দায়িত্ব তো তাঁকেই পালন করতে দেখেছি। যা হোক, বিশাল বাজার নিয়ে বিকেল থেকে রান্না শুরু করলাম। রাত ১১টায় এল মায়ের ফোন। তাঁদের গলার স্বরেই ঈদের আনন্দ, আমেজ। মা কথায় কথায় তাঁর রান্নার বর্ণনা দিলেন, ঘর গোছানোর কথা বললেন। ঠিক তখনই বুকের মধ্যে খচ করে উঠল। বুঝলাম, আমার ‘খুশি থাকার’ চেষ্টা বৃথা। যত আয়োজনই করি, যতই নিজেকে বোঝাই, এই ঈদ আর সেই ঈদ এক হবে না—তবু মন মানে না। বাসায় কে কী করছে, সেই চিন্তাই মাথায় ঘুরপাক খেল অনেক রাত পর্যন্ত।
পরদিন সকালে ঘুম থেকে উঠে রোবটের মতো রান্না শেষ করেছি। বাবা প্রতি ঈদে রাতে কিছু ফুল নিয়ে আসেন, মায়ের আবদার মেটাতে। সেই প্রথা ধরে রেখে আমিও ফুল আনলাম। বাসার একজন সকাল থেকে কাজে ছিল। বিশ্ববিদ্যালয়ের আরেক আপু, আমার একাকিত্ব ঘোচাতে তিনিও যথেষ্ট ‘খুশি থাকার চেষ্টা’ করছিলেন। অনেক বাঙালি বন্ধু বেড়াতে এসেছিল, আমিও অনেকের বাসায় গেছি। রাতে মাকে ফোন করে বলেছি, দিনটা কত চমৎকার গেছে!
এই শহরে এবার আমার তৃতীয় ঈদ। এখন বোধ হয় আমি ‘খুশি থাকা’ শিখে গেছি!
সারজানাআসিফ, চার্লস স্টার্ট ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া

.বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ঈদ
উমিও শহরটাই বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক। ইউনিভার্সিটি খোলা থাকলে পুরো শহরই প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকে। এখানে দুটা ইউনিভার্সিটি আছে—উমিও ইউনিভার্সিটি ও সুইডিশ ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্স। বাংলাদেশি কমিউনিটির বেশির ভাগই এই দুই ইউনিভার্সিটির বর্তমান অথবা প্রাক্তন ছাত্র। এ ছাড়া অনেকে আছেন, যাঁরা স্থায়ীভাবে ব্যবসা-বাণিজ্য করছেন। উমিওতে বাংলাদেশির সংখ্যা আনুমানিক ১১০। সবাই একসঙ্গে হওয়ার জন্য এখানে ঈদ একটা বড় উপলক্ষ। ঈদের দিন অফিস, ইউনিভার্সিটি—সব খোলা। উমিওতে কোনো মসজিদ নেই। উপযুক্ত জায়গার অভাবে ঈদের নামাজ হয় একটা বড় ইনডোর বাস্কেটবল গ্রাউন্ডে। পুরো উমিওর মুসলিমরা সেখানে এক হয়। ঈদের দিন সকালে দল বেঁধে পাঞ্জাবি পরে বাসে চড়ে আমরা ঈদের নামাজ পড়তে যাই। তারপর শুরু হয় দাওয়াতের পালা। লুচি, সেমাই থেকে শুরু করে ঈদের দিনে দেশে যা যা খাওয়া হয়, এখানেও তার কিছুই বাদ পড়ে না।
ঈদ আয়োজনের একটা বড় অংশ হলো পুনর্মিলনী অনুষ্ঠান। প্রস্তুতি শুরু হয় এক মাস আগে থেকেই। দায়িত্ব দেওয়া হয় নতুন ছাত্রদের। পাশাপাশি সিনিয়ররাও সাধ্যমতো চেষ্টা করেন। মূল রান্না হয় ‘স্টুডেন্ট করিডরে’। বিভিন্ন বাসা থেকেও সবাই রান্না করে নিয়ে আসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা আর সব শেষে খাওয়াদাওয়া, ছবি তোলা দিয়ে শেষ হয় আমাদের ঈদ আয়োজন।

রিয়াজআশরাফুল আবেদিন, উমিয়া ইউনিভার্সিটি, সুইডেন

.ছুটির গল্প শুনি
তৃতীয়বারের মতো দেশের বাইরে ঈদ করছি। ভিনদেশে ঈদ বরাবরই অনেক আলাদা। হাজার ব্যস্ততার মধ্যে ঈদের আমেজটা ঠিক পাওয়া যায় না। শপিং করতে যাওয়া না হলেও নতুন কাপড় ঠিকই এসে যায়। ইফতারের পরই চাঁদ দেখতে দৌড়ানো হয় না। তবু চাঁদরাতে কিছু রান্না করে মেহেদি দিতে বসে যাই, এতে যদি একটু ঈদ ঈদ ভাবটা আসে! পরিবারের কিছু মানুষ এখানে, কিছু বাংলাদেশে। সকাল বেলার হইচই; আব্বু আর ভাইয়াদের একসঙ্গে নামাজে যাওয়া; একসঙ্গে নাশতা করা—ব্যাপারগুলো মিস করি। ক্লাস বা কাজ না থাকলে সকালে ঈদের নামাজ পড়তে যাই। তখনই একটু ঈদ ঈদ মনে হয়। মসজিদগুলোতে সবাই বিভিন্ন ধরনের খাওয়া নিয়ে আসে। অনেক দেশের নানান রকম মানুষ। অনেক পার্থক্য সবার মধ্যে, তবু সবাই অনেক কাছের। নামাজ শেষে আত্মীয়স্বজনের বাসায় ঘুরে সময় কাটে। দেশে বন্ধু আর আত্মীয়দের সঙ্গে ফোনে বা ফেসবুকে আলাপ হয়। ঈদের আগে-পরে তাঁদের ছুটির গল্প শুনি। এ সময় ঢাকার ফাঁকা রাস্তাগুলোতে রিকশায় ঘুরতে অনেক ইচ্ছা হয়। এখানের ঈদে অনেক কিছুই আছে, তবু ঈদের ভাবটা নেই। আমার দেশের ঈদের আনন্দটা হাজার মাইল পথ পাড়ি দিয়ে এখানে আসতে আসতে কেমন ফিকে হয়ে যায়। সবাইকে ঈদের শুভেচ্ছা।

অর্পারহমান, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস, বোস্টন, যুক্তরাষ্ট্র

.‘তোমাদের বিরিয়ানি কিন্তু চাই-ই’
দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মের অনুসারী মানুষের সংখ্যা হাতে গোনা। আর এ দেশের সসান শহরের হানস্যু ইউনিভার্সিটিতে মুসলমান বলতে বাংলাদেশ, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, নাইজেরিয়া ও চীনের কিছু ছাত্র। স্থানীয় প্রশাসনের ইসলাম ধর্ম সম্পর্কে খুব ভালো জ্ঞান না থাকায়, রোজা বা ঈদের যে একটা আলাদা আমেজ, তার কোনোটাই এখানে অনুভব করা সম্ভব নয়। আর ঈদ যদি কোনো ছুটির দিনে না পড়ে, তবে ব্যাগ গুছিয়ে ক্লাসে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। তাই বলে তো ঈদের দিনে আর বসে থাকা যায় না। নিকটস্থ মসজিদ বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে হওয়ায় ডরমিটরির হল রুমেই সকালে জামাত করে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। আর ইউটিউবের সাহায্য নিয়ে করা হয় খুতবার ব্যবস্থা। এরপর আগে তৈরি করা সেমাই ও জুস খেয়ে চলে যেতে হয় ক্লাসে। তবে ক্লাস শেষে বিকেলে ভালো খাবারের ব্যবস্থা থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্যান্য অমুসলিম বন্ধুও ঈদের দিনের এই ভোজে শরিক হয়। বিশেষ করে ঈদের দু-তিন দিন আগে থেকে ওরা মনে করিয়ে দেয়, ‘তোমাদের বিরিয়ানি কিন্তু রান্না করা চাই-ই চাই’। বাড়িতে ফোন করে পরিবারের লোকজন কীভাবে ঈদ কাটাচ্ছে, সেটা জেনেই আমাদের ঈদ কাটে। ঈদের খুশি পূর্ণাঙ্গ করতে ঈদের পরের যেকোনো ছুটির দিনে আবার বড় করে সবাই মিলে উদ্‌যাপন করা হয়।

রিয়াদজোবায়ের, হানস্যু ইউনিভার্সিটি, সসান, দক্ষিণ কোরিয়া

.‘সপ্তাহব্যাপী ঈদ আয়োজন’ মিস করব
আমি ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে আছি। বেশ কয়েকটি ঈদ পার করেছি। বাবা-মা সঙ্গেই আছেন। তবু প্রতিবারই একটা দুঃখবোধ থাকে। সে দুঃখবোধের কারণ—দেশে আমাদের বিশাল পরিবার। নানুবাড়ি-দাদুবাড়ি মিলিয়ে ৫০ জন তো হবেই। তাঁদের সবার সঙ্গে ‘সপ্তাহব্যাপী ঈদ আয়োজন’ মিস করব।
এখানে ঈদ মানেই এক দিনের আয়োজন। সেটার জন্যও সব কাজের ফাঁকে দুদণ্ড সময় বের করে নিতে হয়। খণ্ডকালীন চাকরি আর পড়াশোনার চাপ সেদিনও থাকে। তাই ঈদের দিন সকালে উঠে একটু সাজুগুজু করি। নতুন কাপড় পরা বাদ যায় না সেই আয়োজনে! দেশে সবাইকে ফোন দিই, ‘ঈদ মোবারক’ জানাই। এরপর মনের আনন্দে রান্না করি। তবে সপ্তাহের ছুটিতে বন্ধু, পরিচিত যারা আছি, সবাই একত্র হই। জম্পেশ আড্ডা দিই। কখনো দূরে কোথাও ঘুরতে বেরোই।

সোহাদহোসাইন, লাগুয়ার্দিয়া কমিউনিটি কলেজ, যুক্তরাষ্ট্র

সূত্র: প্রথম আলো 

favicon59

Sharing is caring!

Leave a Comment