বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২৪ মার্চ

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২৪ মার্চ

  • সজীব হোসাইন, রংপুর

‘জানুক সবাই, দেখাও তুমি’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬।

এতে রংপুর অঞ্চলের রংপুর, বগুড়া, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আজকের (২২ মার্চ) মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগাযোগ করে বিকেল ৫টার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

দেশে হাই স্কুল ও কলেজ তথা ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় থাকছে ১৬টি আঞ্চলিক কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতা, বিজয়ীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা এবং সর্বশেষ নির্বাচিতদের নিয়ে আবাসিক প্রোগ্রামিং ক্যাম্প।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এনএইচএসপিসি এর ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে।favicon59

Sharing is caring!

Leave a Comment