বিতর্কে বিজয়ী জিয়া হল

বিতর্কে বিজয়ী জিয়া হল

  • মো. সাইফ

‘মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়’ এই স্লোগানকে সামনে রেখে গত ১৭ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ. রহমান হলে শুরু হয়েছিল ‘ওমেরা এলপিজি ৩য় আহমেদ ফজলুর রহমান স্মারক বিতর্ক প্রতিযোগিতা ২০১৬’।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সর্বোমোট ৪৮ টি বিতর্ক ক্লাবের জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে জমে উঠে এই বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতার ১ম দিনে কলেজ পর্যায়ের ১৬ টি দল অংশগ্রহণ করে এবং দ্বিতীয় দিনে লড়াই হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২ টি ডিবেটিং ক্লাবের!

যুক্তি-তর্কের এই লড়াইয়ের ফাইনাল এবং সমাপনী অনুষ্ঠান হয় ২৩ মার্চ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবাইকে টপকে ফাইনালে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ডিবেটিং ক্লাব এবং ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। এখানে চ্যাম্পিয়ন হয় ঢাবি জিয়া হল ডিবেটিং ক্লাব, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব রানার্স-আপ হয়।এছাড়া, আন্ত:ক্লাব কলেজ পর্যায় বিতর্কে ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ এবং জোসেফাইট ডিবেটিং ক্লাব মধ্যকার অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয় ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ !

স্যার আহমেদ ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালি হিসেবে উপাচার্য পদে দায়িত্ব পান । তিনি ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। তার নামেই নামকরন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এ. এফ. রহমান হল। তার স্মরণে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ মুসলেহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিতর্ক ক্লাবের চিফ মডারেটর মুহাম্মদ আসাদুজ্জামান ও মডারেটর মো. আশিকুর রহমান।

২৩ মার্চ বিকেল ৫.৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠান ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরনীর মাধ্যমে সমাপ্ত হয় ‘ওমেরা এলপিজি ৩য় আহমেদ ফজলুর রহমান স্মারক বিতর্ক প্রতিযোগিতা ২০১৬’।favicon59

Sharing is caring!

Leave a Comment