জাবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

জাবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

  • মো. আসাদুজ্জামান, সাভার

‘সফল হতে হলে আগে নিজের জীবনের লক্ষ্যকে ঠিক করে এগিয়ে যেতে হবে। নিজে কি অবস্থানে রয়েছেন তা ভালোভাবে অনুধাবন করতে হবে। নিজের ব্যক্তিত্বকে প্রকাশ ঘটাতে পারলে সফল হতে বেশি সময় লাগবে না।’ জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক এক কর্মশালায় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্বিবদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের সামনে এমন প্রণোদনা মূলক বক্তব্য দেন দেশসেরা মানুষগুলো। শনিবার বেলা ৯টা যখন ছুঁই ছুঁই তখন সারাদেশ থেকে ক্যারিয়ার প্রেমীরা ভীড় করেন বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের গ্যালারিতে। শিক্ষনীয় বিভিন্ন শেসনের মাধ্যমে শেষ হয় বিকেল ৫ টার দিকে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগি অধ্যাপক নিলাঞ্জন কুমার সাহা। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও কর্পোরেট কালচার সম্পর্কে ধারণা দিতে ‘উদ্যোগ ও ব্যবসা ফোরাম’র (এফইবি) ব্যানারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তরা আরও বলেন, ‘আপনার জীবনধারায় যেই সময়টাই আসুক না কেন গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর কোনো প্রয়োজন নেই। বরং নিজেকে জানার আর নিজের চেষ্টাকে সমর্থন দেয়াই আসল কাজ। আপনি যদি অংকে দুর্বল হন আর আপনার ধ্যানজ্ঞান হয়ে থাকে বড় বিজ্ঞানী হয়ে ওঠার, তবে জীবনের অংকই অনেকটা উল্টে যাবে।’

আয়োজনের বিষয়ে সংগঠনটির কর্পোরেট অ্যাফেয়ার্স মুহাম্মদ আল-আমিন গাজী বলেন, ‘আমরা দেশসেরা তরুণ প্রজন্মের সাথে বিশ্ববিদ্যালয়ের তরুণদের মুখোমুখি করার চেষ্টা করেছি। যাতে তারা সময়ের স্রোতে গা না ভাসিয়ে ভাল মানের ক্যারিয়ার প্লানিং করতে পারে।’

অংশগ্রহনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী (৪৫ তম ব্যাচ) জাহিদ ফয়সাল জানান, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথইে ভাল মানের ক্যারিয়ার ভিত্তিক একটি প্রোগ্রামে অংশ গ্রহণ করতে পারলাম। যেখানে ভাল মানের একটি ক্যারিয়ার গড়ার স্বপ্ন পেলাম। আর যাদের কথা শুনতাম কিংবা ফেইসবুকে দেখতাম, আজ তাদের সাথে কথা বলতে পেরেছি। যেটি সত্যিই অনুপ্রেরণা মূলক।”

কর্মশালায়  উদ্যোক্তা সুলাইমান সোখন, সালমান মুক্তাদির, আয়মান সাদিক, মুনতাসির রশিদ খান, আসরাফুল ইসলাম ভুঁইয়া, রাকিবুর রহমান, ইসতিয়াক হোসাইন তমাল, এস. এম. ইব্রাহিমউল্লাহসহ আরো অনেকে বক্তব্য রাখেন। favicon59

Sharing is caring!

Leave a Comment