বিএসডিআই-এর ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রকল্প চালু

বিএসডিআই-এর ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রকল্প চালু

  • ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) এর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আরও দক্ষ ও যুগপোযুগী করে গড়ে তোলা এবং নিশ্চিত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে চলতি ২০১৫-২০১৬ থেকে একটি করে ফ্রি ল্যাপটপ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এতে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তিতে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।

এর আগে গত ২৪ মে, রবিবার, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো: মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহীপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, একাডেমিক এ্যাডভাইজার ইঞ্জিনিয়ার মো: আজহারুল ইসলাম এবং অধ্যক্ষ কেএম হাসান রিপন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো: মোস্তাফিজুর রহমান বিএসডিআই এই উদ্যোগের সফলতা কামনা করেন। এই আশাবাদ ব্যক্ত করেন যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বিএসডিআই এর এই উদ্যোগ সহায়ক হিসেবে কাজ করবে। favicon59

Sharing is caring!

Leave a Comment