স্কলারশিপ খুঁজছেন ?

স্কলারশিপ খুঁজছেন ?

  • ক্যাম্পাস ডেস্ক : 

ইঞ্জিনিয়ারিং, গণিতবিদ্যা, অথবা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক  সকল বিষয়ে স্কলারশিপের ক্ষেত্রে প্রথম ১০টি স্থানের একটির অধিকারী এসএই স্কলারশিপ। এসএই ফাউন্ডেশন শিক্ষা জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্কলারশিপ দিয়ে থাকে। মূলত এইচএসসির পরে এবং স্নাতক শেষ করার পরেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায়।বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন যোগ্যতার ভিন্নতা রয়েছে। তবে সকল ক্ষেত্রেই স্নাতক ডিগ্রির জন্য আবেদনকারীদের এসএটি পরীক্ষা দেয়া থাকতে হবে এবং শুধুমাত্র এসএটির-১ এর স্কোর গ্রহণ করা হবে। আর এসিটি পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ফর্মে উল্লেখিত নাম্বার যোগ্য বলে বিবেচিত হবে। পরবর্তীতে ভালো ফল করলে তা গ্রহণ করা হবে না। এছাড়া সবাইকে খুব সাধারণ একটি ফর্ম পূরণ করতে হবে।

স্নাতকোত্তর অথবা স্নাতকের জন্য সময়সীমা কতটুকু তা ওয়েবসাইটেই বিস্তারিত জানা যাবে। ইঞ্জিনিয়ারিং, গণিত এবং বিজ্ঞান-প্রযুক্তির বিভিন্ন বিষয়ের স্কলারশিপের জন্য এই স্কলারশিপ অত্যন্ত সুপরিচিত। তাই দেরি না করেই আজই অ্যাপ্লাই করুন।

যারাই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান খুব শিগগিরই ভিজিট করুন এই ওয়েবসাইটে । favicon59

Sharing is caring!

Leave a Comment