অনলাইনে পড়ালেখার ওয়েবসাইট

অনলাইনে পড়ালেখার ওয়েবসাইট

  • ক্যাম্পাস ডেস্ক

অনলাইনে লেখাপড়া শেখার বেশ কয়েকটি দরকারি ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর শিক্ষার্থী নিজেদের মেধাকে বিকশিত করছে। চলুন জেনে নিন এরকম কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা।

শিক্ষক ডটকম
২০১২ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করা শিক্ষক ডটকমে কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান সহ নানান বিষয়ে বাংলায় লেকচার পাওয়া যায়৷ তাদের কার্যক্রমের জন্য সাইটটি ইতিমধ্যে ডয়চে ভেলে, গুগল, ইন্টারনেট সোসাইটি ও আইএসআইএফ থেকে পুরস্কার পেয়েছে৷ বিস্তারিত: www.shikkhok.com

খান অ্যাকাডেমি বাংলা
বিল গেটস তাঁর সন্তানদের পড়াশোনার জন্য খান অ্যাকাডেমির সহায়তা নিয়েছেন৷ বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের তৈরি এই ওয়েবসাইটটির পরিচয় এমনই অসাধারণ৷ সেই প্রতিষ্ঠানের লেকচারগুলো বাংলায় পাওয়া যায় এই লিংকে http://khanacademybangla.com/

সৃজনশীল ডটকম
একজন শিক্ষার্থী যেন ঘরে বসেই তার সুবিধামত সময়ে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ও টার্মভিত্তিক যত খুশি তত পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে চালু হয়েছে এই ওয়েবসাইটটি৷ এর মাধ্যমে শিক্ষার্থী তার নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তা জানতে পারে৷ এছাড়া এই সাইটে (http://www.srijonshil.com/) পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজ্যুয়াল টিউটোরিয়ালও রয়েছে৷

চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের উদ্যোগে চালু হওয়া এই ওয়েবসাইটে (http://www.champs21.com/) ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের শিক্ষার্থীদের জন্য গণিত, বিজ্ঞান ও ইংরেজির ওপর বিভিন্ন ধরণের টেস্ট রয়েছে৷ স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এ থেকে উপকৃত হতে পারেন৷

ইউটিউবে বাংলা শিক্ষা
বিদেশে বসবাসরত বাংলাদেশের নোয়াখালির মেয়ে সাওসান ইউটিউবে বাংলা শেখানোর চেষ্টা করছেন৷ ভিন্নভাষী যারা বাংলা শিখতে আগ্রহী কিংবা বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাঙালি প্রজন্ম, যাঁদের কাছ থেকে বাংলা ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাঁদের জন্য এই ভিডিও চ্যানেল (http://www.youtube.com/84Enchantress)৷ এই চ্যানেলটি ২০১২ সালে ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ‘বেস্ট ভিডিও চ্যানেল’ ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল৷

চমক দেখিয়ে অঙ্ক শেখান চমক হাসান
গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ একসময় সামনাসামনি সেটা করলেও প্রবাসে থাকার কারণে এখন তাঁর মাধ্যম ইউটিউব চ্যানেল (http://www.youtube.com/ChamokHasan)৷ ছবিটিই বলে দিচ্ছে কেমন মজা করে অঙ্ক শেখান তিনি৷

সূত্র: ডয়েচে ভেলেfavicon59

Sharing is caring!

Leave a Comment