দশে মিলে করি কাজ !

দশে মিলে করি কাজ !

  • ক্যারিয়ার ডেস্ক 

একা একা পড়াশোনার চেয়ে কয়েকজন মিলে পড়াশোনা করা দারুণ কার্যকর। ছোট ছোট দলে পড়াশোনা, প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট তৈরি করলে বৈচিত্র্য যেমন আসে, তেমনি পড়ার মানও বৃদ্ধি পায়। ২০১১ সালে অধ্যাপক আনিতা উলি ও থমাস মেলনের গবেষণার ফল তুলে ধরে এমন তথ্যই প্রকাশ করেছে হার্ভার্ড বিজনেস রিভিউ সাময়িকী। তবে দলবদ্ধভাবে পড়াশোনা করার জন্য কিছু বিষয় মাথায় রাখা ভালো।হার্ভার্ড বিজনেস রিভিউ ও হাফিংটন পোস্ট অবলম্বনে সে বিষয়ে দশ পরামর্শ থাকছে পাঠকদের জন্য।


১. কতজন মিলে পড়াশোনা: বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার জন্য চার থেকে ছয়জন সদস্যের দল বেশ কার্যকর বলে মনে করেন গবেষকেরা। বেশি সদস্য নিয়ে গড়া দলের অবস্থা ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের’ মতো হয়, আবার কম সদস্যের দলের কার্যকারিতা কমে যায়।

২. দল হোক বিষয়ভিত্তিক: অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বিশ্ববিদ্যালয়-পড়ুয়া চার বা পাঁচজন শিক্ষার্থী বছরের পর বছর একসঙ্গে চর্চা করেন। এর চেয়ে বিষয়ভিত্তিক দলে পড়াশোনা করলে চিন্তাভাবনা ও পড়াশোনার ধরনে পরিবর্তন আসে। ভিন্ন দলের সদস্য হলে নানা ধরনের জ্ঞান আর অভিজ্ঞতা অর্জনের সুযোগ মেলে।

৩. অনলাইনেও পড়াশোনা করুন: ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গ্রুপ’ তৈরি করে পড়াশোনার চেষ্টা করতে পারেন। এ ক্ষেত্রে নিজে যা পড়েন, তা সবার সঙ্গে ভাগাভাগি করুন। তেমনি অন্যদের ভাগ করা বিষয়গুলো থেকে আপনি উপকৃত হবেন।

৪. কাজ ভাগ করে নিন: যেকোনো দলগত অ্যাসাইনমেন্ট কিংবা প্রেজেন্টেশন তৈরির আগে কে কী কাজ করবেন, তা ঠিক করে নিন। অধিকাংশ সময় দেখা যায়, পাঁচ-ছয়জনের গ্রুপে দু-তিনজন কাজ করেন, বাকি সদস্যরা শুধু নামমাত্র উপস্থিত থাকেন। এ ক্ষেত্রে যাঁরা গ্রুপের কাজে অংশ নেন না, তাঁরা মূল কাজে, অর্থাৎ পড়াশোনায় বেশ বিঘ্ন ঘটান।

৫. বৈচিত্র্যময় দলে যোগ দিন: সবার চেষ্টা থাকে নিজের সমমনা সহপাঠী নিয়েই দল করার। এ ক্ষেত্রে দলে অনেক সময় একঘেয়েমি চলে আসে। আপনার দলে ভিন্ন চিন্তা ও পছন্দের বন্ধুদের যুক্ত করুন। এতে দলে বৈচিত্র্য যেমন আসে, তেমনি আপনার জানার পরিধি বিস্তৃত হওয়ার সুযোগ বাড়বে।

৬. শুধু পড়া পড়া নয়: সারাক্ষণ পড়াশোনা নিয়ে আলোচনার মধ্যে না থেকে মাঝেমধ্যে দলের সদস্যদের নিয়ে সিনেমা দেখা কিংবা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এতে পারস্পরিক সহমর্মিতা আর বন্ধুত্বও বাড়ে।

৭. একজন সমন্বয়ক থাকুক: দলের যেকোনো একজন সদস্যকে সবাই নেতা হিসেবে মেনে চললে পড়াশোনায় কাজে দেয়। যিনি সবার মতামতের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব নিতে পারেন।

৮. এক জায়গায় পড়াশোনা নয়: একই জায়গায় সব সময় দলভিত্তিক পড়াশোনা বা কাজ থেকে বিরত থাকুন। একই শ্রেণিকক্ষ বা লাইব্রেরিতে পড়াশোনা না করে মাঝেমধ্যে ভিন্ন কোনো শ্রেণিকক্ষ, লাইব্রেরি বা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত কোনো জায়গায় বসা যেতে পারে।

৯. সবার মতামত জানুন: আপনিই যে সব জানেন, এটা যেমন সত্য নয়, আবার আপনার দলের বন্ধুরাই যে সব জানে, এটাও ভাববেন না। নিজে যা জানেন, যা বোঝেন, তা সবার সঙ্গে শেয়ার করুন। অন্য বন্ধুর কথা জানুন, তাঁর ভাবনা-মতামতকে বোঝার চেষ্টা করুন, এতে খুব কঠিন অনেক বিষয়ও অনেক সহজে পড়া যায়। প্রেজেন্টেশন থাকলে তা দলের বন্ধুদের সামনে রিহার্সাল করে নিজেকে ঝালিয়েও নিতে পারেন।

১০. আলোচনা নোট করুন: দলে পড়াশোনার চর্চার সময় খাতায় কী কী আলোচনা করছেন, তার নোট রাখার অভ্যাস করুন। এতে পরবর্তী সময়ে বা পরীক্ষার আগে সেই একবার দেখলেই দ্রুত প্রস্তুতি নিতে সুবিধা হয়।

সূত্র: প্রথম আলোদলে দলে কাজ

Sharing is caring!

Leave a Comment