পড়ার বিষয় গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং

পড়ার বিষয় গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং

  • ক্যাম্পাস ডেস্ক

আধুনিক বিশ্বের চলমান বিজ্ঞান প্রযুক্তিকে আলো থেকে আলোকিত করতে স্বীকৃত অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার সিরামিক। দেশের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ২০১১১২ সেশনে রুয়েটেই প্রথম এই বিভাগের শুভসূচনা ঘটে, যদিও বুয়েটে এই বিষয়ে এম.এস.সি কোর্স চালু আছে

কি পড়ানো হয়

বিশ্বে মেটাল আর প্লাস্টিক ছাড়া যা কিছু আছে সবই সিরামিকের অন্তর্ভুক্ত। বিশ্বের বিভিন্ন দেশে সিরামিক ইঞ্জিনিয়ারিং নামে সাবজেক্ট খোলা আছে, কিন্তু বাংলাদেশে গ্লাস অ্যান্ড সিরামিক বিষয়টি একসাথে দেওয়া হয়েছে। বিশ্বে শুধুমাত্র গ্লাসেরই ব্যবহার প্রচুর এই কারণে, যাতে করে এটার উপর আলাদা গুরুত্বারোপ করা হয়

এক কথায় যদি বলতে চাই, গ্লাস এন্ড সিরামিকে কি পড়ানো হয় তাহলে বলতে হবে গ্লাস এন্ড সিরামিক সম্পর্কীয় পণ্য উৎপাদনের প্রক্রিয়া বা ইংরেজিতে যেটাকে বলে প্রোডাকশন প্রসেস এছাড়া বিভিন্ন রকমের গ্লাস এবং সিরামিকের গঠন প্রণালী এবং তাদের ডিজাইন স্ট্রাকচার ডেভলপ এনালাইসিস সম্পর্কে বেশ ভালো একটি ধারণা দেওয়া হয় এই সাবজেক্টে সৃজনশীলতার অনেক সুযোগ রয়েছে প্রোডাকশন প্রসেস কিভাবে সহজ করা যায় তা একজন সিরামিক ইঞ্জিনিয়ার এর দায়িত্ব যত প্রসেস সহজ হবে উৎপাদিত জিনিসের দাম তত কম হবে

অনেকের হয়তবা একটা ধারণা রয়েছে যে সিরামিক মানেই চীনামাটির থালাবাসন, মগ, টাইলস। কিন্তু সত্যি বলতে, সিরামিকের ব্যাবহারের ক্ষেত্রে এগুলো খুবই সামান্য উদাহরণ আমাদের মোবাইল সিমকার্ড তৈরি করা হয় সিরামিক উপাদানের উপর রেখে, এছাড়া মেমোরি কার্ড কিংবা হার্ড ডিস্কের যে কোয়ালিটি ডেভলপ সব কিছুই নিয়ন্ত্রণ করতে হয় একজন সিরামিক ইঞ্জিনিয়ারকে এছাড়া রকেট, প্লেন এসবে তো সিরামিকের ব্যবহার আছেই

চাকরির বাজার

অনেকের ভেতর একটা ভুল ধারণা রয়েছে যে নতুন সাবজেক্ট যেহেতু তাই হয়তবা জব সেক্টরে তেমন একটা ডিমান্ড নাই। মুলত ভার্সিটি গুলোতে নতুন বিষয় খোলা হয় দেশের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করেগ্লাস অ্যান্ড সিরামিক পড়ে চাকরির জায়গা হচ্ছে বিভিন্ন গ্লাস এবং সিরামিক ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে ছোটবড় সব মিলিয়ে প্রায় ২০০ এর উপর গ্লাস এবং সিরামিক ইন্ডাস্ট্রি আছেতাই চাকরির জন্য আলাদা করে চিন্তা করার কোন অবকাশ নেই। এছাড়া এটা যেহেতু প্রোডাকশন প্রসেস রিলেটেড তাই যে কেউ ইচ্ছে করলেই প্রোডাকশন সেক্টরে সুইচ করে চলে যেতে পারে

এছাড়া মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু একজন গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ার ইচ্ছে করলেই বড় ভুমিকা রাখতে পারে।favicon59

Sharing is caring!

Leave a Comment