সিসিএনএ কোর্স

সিসিএনএ কোর্স

  • ক্যাম্পাস ডেস্ক 

রুবেল রনী সভ্যতার শুরু থেকেই মানুষ তার জীবন গতিতে পরিবর্তন এনেছে। আর তারই ধারাবাহিকতায় এখন সময় হয়েছে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির জোয়ারে গা ভাসানোর। তাই বর্তমান বিশ্বে সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব কম্পিউটার নেটওয়ার্কিংয়ে। যখন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়গুলোতে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিচ্ছে। তখন সঠিক প্রশিক্ষণের মাধ্যমেই একজন শিক্ষার্থী খুব সহজেই নিজের ক্যারিয়ার গড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নেওটওয়ার্কিং কী : নেটওয়ার্কিং হচ্ছে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যম। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা বা তথ্য, এমনকি সব কিছুই আদান-প্রদান করা। আবার অন্যদিকে একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটারের সংযুক্তির মাধ্যমে রিসোর্স শেয়ারিংয়ের যে সুবিধা চালু হয় তাকে বলা হয় নেটওয়ার্কিং। যারা এটাকে পেশা হিসেবে বেছে নিতে চান। তাদের জন্য রয়েছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট বা সংক্ষেপে সিসিএনএ কোর্স। সিসিএনএ কী :আমেরিকার সিসকো সিস্টেম ইনকরপোরেশন চালু করে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট বা সিসিএনএ। এটি একটি বিশেষ পেশাগত কোর্স। তাছাড়া বর্তমানে এটি হচ্ছে বিস্তারিত একটি আধুনিক ও সময়োপযোগী কোর্স। কী কী লাগে : কোর্সটি শুধু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ওপর স্নাতকধারী শিক্ষার্থীদের জন্যই নয়, বরং যে কোনো বিভাগের শিক্ষার্থীই এ কোর্সটি করে নিতে পারবেন। কেননা বর্তমানে অনেকেই কম্পিউটার বিষয়ক স্নাতক অর্জন না করেই বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার বা তথ্য বিভাগে চাকরি করছেন। আর তাই এ বিষয়ে প্রশিক্ষণ প্রদানকারী আইটি বাংলা লিমিটেডের প্রশিক্ষক ব্যবস্থাপক নূরে আলম বলেন, ‘ইন্টারনেটের বিভিন্ন আইকিউ বিষয়ক সাইট থেকে প্রাথমিক ধারণা নেওয়া উচিত শিক্ষার্থীদের এবং তিনি আরও বলেন, ‘এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতেও এ কোর্স করা যায়। তবে ভালোভাবে জানার জন্য তিন থেকে ছয় মাসের কোর্স করা উচিত বলে মনে করি।’খরচ : কোর্সটির জন্য নির্ধারিত কোনো ফি না থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের ফি ভিন্ন ভিন্ন হতে পারে। তবে এটা ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ। তাছাড়া এ পরীক্ষাটি দিতে হয় অনলাইনে এবং এর সার্টিফিকেটও আসে অনলাইনে। তাই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কোর্স করা উচিত বলে মনে করেন আইটি বাংলা লিমিটেডের বর্তমান কেন্দ্রীয় ব্যবস্থাপক হুমায়ূন কবীর। ক্যারিয়ার : সারা বিশ্বেই সিসিএনএর সনদপ্রাপ্তরা তার ক্যারিয়ার গড়তে পারে। আর এ ব্যাপারে এক্সিম ব্যাংকের সিস্টেম এডমিন রুহুল আমীন বলেন, এ ক্ষেত্রে শিক্ষার্থীরা যে কোনো ব্যাংক, বীমা, মোবাইল ফোন কোম্পানি, বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি, জাতীয় পর্যায়ের সংস্থা এবং বায়িং হাউসসহ বিভিন্ন কোম্পানিতে। অর্থাৎ সহজেই বলা যায়, যেখানে কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যবহার করা হয়, সেখানেই তাদের কাজের সুযোগ রয়েছে। তাছাড়া যে কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার বিভাগে সর্বনিম্ন বেতন শুরু হয় ১০ থেকে ১২ হাজার টাকা থেকেই এবং পরে যে কোনো প্রতিষ্ঠানে অভিজ্ঞতা অনুযায়ী বেতন আরও বাড়তে পারে।

যোগাযোগ:

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস (সিসিএনএ) প্রশিক্ষণ কোর্স করানো হয়। কোর্সটির মেয়াদ সাড়ে তিন মাস।

  • +৮৮ ০২ ৯১৩৮১৩৯, ০১৭১৩৪৯৩১৬৩, ০১৭১৩৪৯৩২৬৪
  • মেইন ক্যাম্পাস  ১৯/১, পান্থপদ , ঢাকা-১২০৫

Sharing is caring!

Leave a Comment