ঢাবিতে একবিংশ শতকে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ক বক্তৃতা

ঢাবিতে একবিংশ শতকে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ক বক্তৃতা

  • ক্যাম্পাস ডেস্ক

বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরিতে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ডারবি বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর স্যার ক্রিস্টোফার জন এলিংগার বল।

গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘হোয়াট আর ইউনিভার্সিটিজ ফর-ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক এক বিশেষ বক্তৃতায় স্যার ক্রিস্টোফার জন এলিংগার বল এ আহ্বান জানান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ডারবি বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে মৌলিক গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সত্য অনুসন্ধানের লক্ষ্যে মনকে সর্বদা উন্মুক্ত রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষরা অংশগ্রহণ করেন।

ড. গওহর রিজভী বলেন, এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশের শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। অধ্যাপক আবদুল মান্নান বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে উচ্চশিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র, সমতা, উদারতা, শান্তি, মানবাধিকার, দারিদ্র্য বিমোচন, অসাম্প্রদায়িকতা, বৈজ্ঞানিক অগ্রগতি সাধন, সাংস্কৃতিক উন্নয়ন তথা মানবতার সার্বিক উন্নয়নে সর্বদা ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। favicon59

Sharing is caring!

Leave a Comment