বিদেশে উচ্চাশিক্ষা গ্রহণে দিতে হবে তিনটি পরীক্ষা

বিদেশে উচ্চাশিক্ষা গ্রহণে দিতে হবে তিনটি পরীক্ষা

  • ক্যাম্পাস ডেস্ক 

বিশ্বের বিভিন্ন দেশে উচ্চাশিক্ষা গ্রহণে যেতে ইচ্ছুকশিক্ষার্থীদের এখন থেকে বাংলাদেশে স্থাপিত সংশ্লিষ্টদেশের রিসোর্স সেন্টারে পরীক্ষা দিতে হবে।

পরপর তিনটি পরীক্ষায় পাসের পর, সার্টিফিকেটসাপেক্ষে বিদেশে লেখাপড়ার জন্য যেতে পারবেনবাংলোদেশি শিক্ষার্থীরা।

 রাজধানীর একটি হোটেলে আয়োজিত একসংবাদ সম্মেলনের ইউরোপের দেশগুলোতেসাম্প্রতিক নিয়মকানুন পরিবর্তনের কথা জানিয়েইউরো রিসার্স সেন্টারের কো–অর্ডিনেটরএবারহার্ড সুকার এসব কথা জানান।

এরই অংশ হিসেবে বাংলাদেশে জার্মান রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্যদেশের সেন্টারও বাংলাদেশে স্থাপন করা হবে বলে জানান এবারহার্ড সুকার।favicon59

Sharing is caring!

Leave a Comment