বঙ্গবন্ধুর আদর্শ মানতে হবে

বঙ্গবন্ধুর আদর্শ মানতে হবে

  • ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, আপনি যে দলই করেন না কেন আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শুনতে হবে, তার আদর্শ অনুসরণ করতে হবে। কেননা বাংলাদেশের জন্ম হয়েছে বলেই আপনি দল করতে পারছেন। আর বঙ্গবন্ধু ছাড়া বাংলদেশের কথা চিন্তাই করা যায় না।

শনিবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ‘বঙ্গবন্ধু : স্বাধীন বাংলাদেশ ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সাহা আজম শান্তনুর সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও একুশে পদকপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক সনৎকুমার সাহা। আলোচনায় সভাপতিত্ব করেন রাবি শিক্ষক সমিতির সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহ।

আলোচনা সভার আগে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দফতরের প্রশাসক মো. মশিহুর রহমান প্রমুখ।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, আপনি যে দলই করেন না কেন আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শুনতে হবে, তার আদর্শ অনুসরণ করতে হবে। কেননা বাংলাদেশের জন্ম হয়েছে বলেই আপনি দল করতে পারছেন। আর বঙ্গবন্ধু ছাড়া বাংলদেশের কথা চিন্তাই করা যায় না। favicon59

 

Sharing is caring!

Leave a Comment