জগন্নথ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু ও ভর্তির নিয়ম

জগন্নথ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু ও ভর্তির নিয়ম

  • ক্যাম্পাস ডেস্ক 

১.  জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ০৪(চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে (www.admission.jnu.ac.bd)) আবেদন আহ্বান করছে। ২৫/০৮/২০১৬  তারিখ দুপুর ১২.০০টা থেকে  ১০/০৯/২০১৬ তারিখ রাত ১২.০০টা (যে কোন দিন যে কোন সময়) পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি A, B, C I D ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৪০৪/-টাকা এবং E ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৫০৫/-টাকা, যা  bKashSureCash  ও   DBBL  মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধযোগ্য।

আবেদন  করতে ক্লিক করুন

. আবেদন করার যোগ্যতাঃ

ক)      যে সকল শিক্ষার্থী ২০১৩ বা ২০১৪ সালে এসএসসি/সমমান এবং ২০১৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

খ) (i) A, B, C ও D ইউনিটের জন্য শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার জন্য ৮.০ এবং অন্যান্য শাখার জন্য ৭.৫। তবে, এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমান কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নীচে নয়।

(ii) E ইউনিটের জন্য শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্টসহ সকল শাখার জন্য ৬.৫। তবে, এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমান কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫ এর নীচে নয়। উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

(iii) একজন শিক্ষার্থী (শর্ত পূরণ সাপেক্ষে) সকল ইউনিটে পৃথকভাবে আবেদন করতে পারবে। সকল ইউনিটে বিভাগ/শাখা ভিত্তিক (কলা, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান ও অন্যান্য) আসন বন্টনের বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

গ)    সকল ইউনিটের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্ততঃ ৩টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৬ সনের ‘এ’ লেভেল পরীক্ষায়  অন্ততঃ ২টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ উত্তীর্ণ।

ঘ)   ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।favicon59

Sharing is caring!

Leave a Comment