যুক্তরাজ্যে বৃত্তিসহ পড়ার সুযোগ

যুক্তরাজ্যে বৃত্তিসহ পড়ার সুযোগ

  • ক্যাম্পাস ডেস্ক 

যুক্তরাজ্য সরকার কমনওয়েলথ বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সে দেশে পড়ার সুযোগ দিচ্ছে। ২০১৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর এবং তিন বছরের পিএইচডি ডিগ্রির জন্য আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে হবে স্নাতকোত্তর কিংবা পিএইচডির যেকোনো একটি বিভাগে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিসহ যেকোনো বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে (www.ugc.gov.bd) জানানো হয়েছে। সেই সঙ্গে এখানেই পাওয়া যাবে বৃত্তির জন্য আবেদন ফরম। আগ্রহী সবাইকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজসহ স্ক্যান করে ই-মেইলে (ds_stp@moedu.gov.bd ) পাঠানোর কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তিতে।

Sharing is caring!

Leave a Comment