শাবিতে আসন সংখ্যা বৃদ্ধি

শাবিতে আসন সংখ্যা বৃদ্ধি

  • ক্যাম্পাস ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে (শাবিপ্রবি) আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৬১টি আসন বৃদ্ধি করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক বেলায়েত হোসেন জানান, ‘বি’ ইউনিটের অধীনে (বিজ্ঞান অনুষদ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫টি সিট বাড়ানো হয়েছে। তাছাড়া বিকেএসপি কোটায় (সংরক্ষিত আসন) ৬ জনকে ভর্তি করা হবে।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অনুষদ) এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা নেয়া হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment