অনার্সে ভর্তি হতে পারবে সাড়ে তিন লাখ শিক্ষার্থী

অনার্সে ভর্তি হতে পারবে সাড়ে তিন লাখ শিক্ষার্থী

  • ক্যাম্পাস ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহে এবার সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। আর এ ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ১৫ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু, ১৫ নভেম্বর ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু এবং আসন সংখ্যা সাড়ে তিন লাখ নির্ধারণ করা হয়।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি প্রমুখ উপস্থিত ছিলেন।favicon59

Sharing is caring!

Leave a Comment