শুরু হলো অশোকা চেঞ্জমেকার উইক

শুরু হলো অশোকা চেঞ্জমেকার উইক

  • ক্যামাস ডেস্ক

বিশ্ব সামাজিক নেটওয়ার্কভিত্তিক সংস্থা অশোকা ও বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সোমবার শুরু হয়েছে সাত দিনব্যাপি ‘অশোকা চেঞ্জমেকার উইক ঢাকা ২০১৬’। আগামী রোববার পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উদ্যোক্তারা।

তারা জানান, সপ্তাহব্যাপি এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান। এই কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সরাসরি তত্ত্বাবধানে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর করে তোলার উদ্দেশ্যে নানামুখি কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

১৯৮০ সালে বিল ড্রেটনের হাত ধরে প্রতিষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিক সংস্থাটি প্রতিষ্ঠাকাল থেকে প্রায় ৩০০০-এর বেশি নেতৃস্থানীয় সামাজিক উদ্যোক্তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে সংস্থাটির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা হয়ে থাকে।

১৯৮৮ সালে অশোকা বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করে। সেই থেকে আজ পর্যন্ত ৮৫ জন সামাজিক উদ্যোক্তাকে সংস্থাটির ‘ফেলোশিপ’ প্রোগ্রামের অন্তর্ভুক্তির মাধ্যমে নানাবিধ সহায়তা করা হয়েছে। সংস্থাটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ চৌধুরী (রবিন) বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো অশোকা শুরু করতে চলেছে তাদের ‘ট্রান্সফরমিং চাইল্ডহুড অ্যান্ড ইয়ুথ ইয়ার্স’ প্রোগ্রামটি। আগামী ৫ বছর সংস্থাটি বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বিশেষজ্ঞ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নেতৃস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বের মধ্যে সমন্বয় সৃষ্টির মাধ্যমে দেশব্যাপি এম্প্যাথি, ইউথ ভেঞ্চার এবং চেঞ্জমেকার স্কুলের মতো নানা কার্যক্রম পরিচালনা করবে।

সপ্তাহব্যাপি এই কার্যক্রমের শেষদিন ‘ইউথ ভেঞ্চার ডে’তে ১২ থেকে ২০ বছর বয়সী তরুণ মেধাবীরা তাদের আইডিয়া উপস্থাপন করবেন। এর মধ্যে থেকে ৮টি শ্রেষ্ঠ আইডিয়াকে নির্বাচন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর আইভান শাফাত বারী, অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স অফিসার আনিকা তাসনিম, অশোকার জেফরুন আফসারী প্রমুখ। favicon59

Sharing is caring!

Leave a Comment