জবির ‘সি’ ইউনিটের আসন বিন্যাস

জবির ‘সি’ ইউনিটের আসন বিন্যাস

  • ক্যাম্পাস ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি’ ইউনিটের ৩০০০০১ থেকে ৩০৮৭০০ পর্যন্ত এবং ৩৫২৭০৬ থেকে ৩৫২৭৪৬ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ৩০৮৭০১ থেকে ৩০৯৮০০ পর্যন্ত ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে (ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন, ঢাকা), ৩০৯৮০১ থেকে ৩১০৯০০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার, ঢাকা), ৩১০৯০১ থেকে ৩১২১০০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা), ৩১২১০১ থেকে ৩১৫৪০০ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লহ্মীবাজার), ৩১৫৪০১ থেকে ৩১৭২০০ পর্যন্ত কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজে (৩৯, নর্থ ব্রুক হল রোড, ঢাকা), ৩১৭২০১ থেকে ৩১৮০০০ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল গালর্স হাই স্কুলে (লহ্মীবাজার, ঢাকা), ৩১৮০০১ থেকে ৩১৯৯৮৪ পর্যন্ত সেন্ট্রাল উইমেন্স কলেজে (টিকাটুলী, ঢাকা), ৩১৯৯৮৫ থেকে ৩২১৫৮৪ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে (আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ৩২১৫৮৫ থেকে ৩২২৫৮৪ পর্যন্ত নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, (নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা), ৩২২৫৮৫ থেকে ৩২৫০৭৯ পর্যন্ত এবং ৩৫০০০১ থেকে ৩৫০৯০৫ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে (কাকরাইল, ঢাকা) এবং ৩৫০৯০৬ থেকে ৩৫২৭০৫ পর্যন্ত হোম ইকোনোমিক্স কলেজে (নীলক্ষেত, ঢাকা) রোলধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা : কোন পরীক্ষার্থী পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন-ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনতে পারবে না। পরীক্ষার্থীদের হাফ হাতার জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য। তবে এর সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারীর ব্যবস্থা থাকবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না, দিলে তার উত্তরপত্র বাতিল করা হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) একযোগে ১২টি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত) ৫৬০টি আসনের (বাণিজ্য-৪৯০ ও  অন্যান্য-৭০) বিপরীতে ২৭,৮২৫ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।

উল্লেখ্য, পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র (Admit Card) অবশ্যই সঙ্গে আনতে হবে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও Website (www.jnu.ac.bd  বা www.admission.jnu.ac.bd/ এ পাওয়া যাচ্ছে। favicon59

Sharing is caring!

Leave a Comment