মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টে আফগানদের জয়

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টে আফগানদের জয়

  • ক্যাম্পাস ডেস্ক 

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টে আফগানিস্তান জয়ী হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাসতাং ক্রিকেট মাঠে দুদিনের এ টুর্নামেন্টের শেষ দিন গতকাল সোমবার ফাইনাল খেলায় দেশটি এই শিরোপা জিতে নেয়।

সেমিফাইনালে লড়াই করে বাংলাদেশ হেরে যায়। পরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান জয়লাভ করে। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. মাহফুজুর রহমান, অধ্যাপক আহসানুল হক, ইন্টারন্যাশনাল ইসলামী স্পোর্টস সেন্টারের পরিচালক রুস্তম এফেন্দি সিজার, জিওমেটিকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্যে আয়োজক মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটসহ  সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আজ এই ক্রিকেটের জন্য পৃথিবীর মধ্যে বাংলাদেশকে সবাই সম্মান ও শ্রদ্ধা করে। এই ক্রিকেটের মাধ্যমে আমরা বিশ্বের কাছে সুপরিচিত। বাংলাদেশের খেলোয়াড়রা টাইগার।’

এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, জিওমেটিকা ইউনিভার্সিটির মোট ১০টি দল অংশ নেয়। প্রতিবছর এভাবে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।

ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ আইআইইউএম ক্রিকেট ক্লাব, আইআইইউএম স্পোর্ট সেন্টার ও জিওমেটিকা ইউনিভার্সিটি।

Sharing is caring!

Leave a Comment