জাবিতে তরুণ সংসদ অধিবেশন

জাবিতে তরুণ সংসদ অধিবেশন

  • ক্যাম্পাস ডেস্ক 

নেতৃত্ব বিকাশ ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী তরুণ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম এ অধিবেশন অনুষ্ঠিত হলো।

অধিবেশনে দেশের সামগ্রিক বিষয় ছাড়াও তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। বিষয়গুলো হলো, গণতান্ত্রিক ও সমসাময়িক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, তথ্য-প্রযুক্তির মাধ্যমে জাতীয় সংস্কৃতি উপস্থাপন এবং জাতীয় বাজেটের পরিপূর্ণ বাস্তবায়ন।

অধিবেশনে সৃজনশীল শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বিশ্ব সাক্ষরতা সংস্থার দূত মো. রিয়াজুল করিম বলেন, সরকার সৃজনশীল শিক্ষাব্যবস্থা বলে যে শিক্ষাকে চালিয়ে দিচ্ছে, তা আসলে কতটা সৃজনশীল সে প্রশ্ন থেকেই যায়। অধিকাংশ স্কুলের পুরাতন নিয়মে শিক্ষার্থীদের পড়তে বাধ্য করা হয়। শুধু তাই নয়, বিনোদনহীন, একঘেয়েমিতে ভরা পুস্তকনির্ভর শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের কেবল সার্টিফিকেট অর্জনের দিকে ধাবিত করছে, যা কোনোভাবেই জ্ঞান অর্জন বলে বিবেচ্য নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাকশনএইড অব বাংলাদেশের পরিচালক আজগার আলী সাবর, জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহেল কাফী, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মো. শাহেদুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আউয়াল আল কবীর, ইউনিসেফের সভাপতি মো. মামুন মিয়া, জেইমুনার মহাসচিব মো. রিয়াজুল করিম।

অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিদ্ধার্থ গোস্বামী।favicon59-4

Sharing is caring!

Leave a Comment