নিজস্ব ক্যাম্পাস না থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে

নিজস্ব ক্যাম্পাস না থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে

  • ক্যাম্পাস ডেস্ক

নিজস্ব ক্যাম্পাস না থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেটের গোলাপগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা জানান।

তিনি বলেন, অনেকেই বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ করে ব্যবসায়িক মুনাফার স্বার্থে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে।শিক্ষামন্ত্রী বলেন, রাজধানীর ধানমণ্ডি, গুলশান, বারিধারাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্ল্যাট ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। কিন্তু এমনটি আর চলতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় স্থাপন হতে হবে একটি অখণ্ড জমির উপর। কোনো আউটার ক্যাম্পাসথাকতে পারবে না।

ইতোমধ্যে ২৭টি বিশ্ববিদ্যালয় ঢাকা শহর থেকে বাইরে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন,  এখনও যারা যায়নি তাদের নোটিশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে চলে যেতে। নির্দেশ না মানলে তাদের অনুমোদন বাতিল করা হবে।

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইঞা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতফুল হাই শিবলী প্রমুখ। favicon59-4

Sharing is caring!

Leave a Comment