কানেক্টিং ক্লাসরুম

কানেক্টিং ক্লাসরুম

  • ক্যাম্পাস ডেস্ক

ব্রিটিশ কাউন্সিলের একটি গ্লোবাল এডুকেশন প্রোগ্রাম হলো ‘কানেক্টিং ক্লাসরুম’। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ বাড়ানোর লক্ষ্যেই ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই কাজ করছে। মূলত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই ব্রিটিশ কাউন্সিলের এই প্রজেক্ট। যুক্তরাজ্য ও বাংলাদেশের স্কুলগুলোর মধ্যে চুক্তির মাধ্যমেই চলছে এই প্রজেক্ট। বাংলাদেশের বিদ্যালয়গুলোর সঙ্গে যুক্তরাজ্যের বিদ্যালয়গুলোর সংযোগ স্থাপনের মাধ্যমে শ্রেণি পাঠদান পদ্ধতি শেয়ার করা এবং ফলাফল আলোচনার মাধ্যমেই কাজ করে যাচ্ছে প্রজেক্টটি। আর অনলাইন ব্যবহার করে উন্নত শিক্ষা প্রদানের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদের।

নারায়ণগঞ্জের আইইটি হাই স্কুল, স্কুলটি ২০০৯ সাল থেকেই যুক্তরাজ্যের Boston Spa স্কুলের সঙ্গে কানেক্টিং ক্লাসরুম চুক্তিতে আবদ্ধ হয়। যার মাধ্যমে যুক্তরাজ্যের স্কুলটির সঙ্গে পাঠ্যপদ্ধতি শেয়ার করে পাঠদান করছে আইইটি হাই স্কুল। নারায়ণগঞ্জের আইইটি হাই স্কুল পরিদর্শন করে দেখা যায়, স্কুলের পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি অন্যান্য স্কুলের চেয়ে আলাদা। প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী হাওলাদার বলেন, ‘কানেক্টিং ক্লাসরুমের আওতায় থাকার ফলে আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করছে, ইংরেজিতেও বেশ দক্ষ হয়ে উঠছে তারা।’

স্কুলের জীববিজ্ঞানের শিক্ষক এবং কানেক্টিং ক্লাসরুমের ব্রিটিশ কাউন্সিলের অ্যাম্বাসেডর রাশেদুল কবির রাসেল জানান, ‘আমরা ২০০৯ থেকে কানেক্টিং ক্লাসরুমের আওতায় কাজ করছি। যার ফলে আমাদের শিক্ষার্থীরা Boston Spa স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসের বিষয়গুলো শেয়ার করতে পারে, যার ফলাফল হলো আমাদের শিক্ষার্থীদের হচ্ছে ভালো ফলাফল আর সেই সঙ্গে বাড়ছে পাঠ্যবইয়ের বাইরের বিভিন্ন বিষয়ে দক্ষতা।’ Boston Spa স্কুলের ১০০ শিক্ষক ও ১২০০ শিক্ষার্থী আছে, তারা তাদের পাঠ্যপদ্ধতি শেয়ার করে আইইটি হাই স্কুলের সঙ্গে। আর স্কাইপি ব্যবহারের মাধ্যমে এই বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক ও ১৬৩৫ জন শিক্ষার্থীকে সংযোগ করে দেওয়া হয়। এছাড়াও Boston Spa ওয়েবসাইটে পাঠ্যবিষয়গুলো শেয়ার করা হয়।

সারাদেশে এ বিষয়গুলো ছড়িয়ে দিতে নিয়মিত কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। আর এসব বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য হলো ২০১৫-২০১৮ সালের মধ্যে সারাদেশে ১০০০ স্কুলের ৩৬০০ শিক্ষককে এ বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়া। সারাদেশে এ পর্যন্ত ৫৬৪টি বিদ্যালয়ের ১২০০ শিক্ষিককে এর আওতায় যুক্ত করা হয়েছে। যার মধ্যে ২০১৫-১৬-তে বিভিন্ন বিভাগে দেশের ৩৫টি বিদ্যালয় আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করে। এর আগে ২০১২-১৫ সালের মধ্যে সারাদেশের প্রায় ২৫০০০ শিক্ষার্থীকে কানেক্টিং ক্লাসরুমের আওতায় যুক্ত করা হয়। যাদের মধ্যে তিনশর বেশি শিক্ষার্থী সামাজিক কর্ম প্রকল্প এবং ১৫০ জনের বেশি শিক্ষার্থী যুক্তরাজ্যের বিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক প্রকল্পের কাজ করে। এছাড়াও ৫০টি স্মার্ট ক্লাসরুম ও ১৫টি কম্পিউটার লিটারেসি সেন্টার তৈরি করা হয়।

ব্রিটিশ কাউন্সিলের স্কুল প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. জিয়াউর রাব্বি শাকিল জানান, এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা অন্য দেশের সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থাসহ নানা বিষয়ে জানতে পারবে। যার ফলে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হবে না, বরং আগে থেকেই অনেক বিষয়ে জানা থাকবে।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, পাঠক্রমের বাইরের বিষয়, যুক্তরাজ্যের বিদ্যালয়ের পাঠ্যপদ্ধতি বাংলাদেশের শিক্ষার্থীদের দেখানোর মাধ্যমে শিক্ষা প্রদান করছে কানেক্টিং ক্লাসরুম। জ্ঞান, দক্ষতা বাড়ানোর মাধ্যমে সমাজ, দেশ ও বিশ্ব অর্থনীতি উন্নয়ের লক্ষ্যে কাজ করবে শিক্ষার্থীরা। তাই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোই এই প্রজেক্টের মূল লক্ষ্য।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment