সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু

সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু

  • ক্যাম্পাস ডেস্ক

দেশের সরকারি ৩০টি মেডিকেল কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম। মেধা ও পছন্দের ভিত্তিতে নির্বাচিত ৩ হাজার ২১২ শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্ব স্ব কলেজের অফিস শাখায় যোগাযোগ করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মেধাতালিকার ভিত্তিতে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আগামী ৩১ অক্টোবর শেষ হবে। সরকারি মেডিকেল কলেজের মোট আসনের মধ্যে তিন হাজার ১২৮টি সাধারণ, মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের সন্তানদের জন্য ৬৪টি ও পশ্চাৎপদ এলাকার জনগোষ্ঠীর জন্য ২০টি আসন সংরক্ষিত রয়েছে।

গত ৭ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় মোট ৮৫ হাজার ২০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৯ হাজার ১৮৩ পরীক্ষার্থী ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করে। সরকারি ভর্তি প্রক্রিয়া শেষে বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২০৫ আসনে ভর্তি শুরু হবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment