নভেম্বরে ঢাকায় ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট

নভেম্বরে ঢাকায় ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট

  • ক্যাম্পাস ডেস্ক

দেশে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিটের। স্টেপআপ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সামিট অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান লাইফ স্কিল কোচিং, ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট, সিএসডি ক্লাব ইন্টারন্যাশনাল এবং হোপ ৮৭ বাংলাদেশ। সামিটের প্রচারণা সহযোগী হিসেবে আছে দেশের একমাত্র ইভেন্ট প্রমোশনাল প্ল্যাটফর্ম হ্যালোইভেন্টজ ডট কম।

গতকাল গুলশানের সিটি স্কেপ টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের ওয়াজদার প্রভাষক গেইলিন হগস, ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিটের প্রধান উপদেষ্টা আহমেদ বারী, সিটিস্কেপ ডিজিটালের চেয়ারম্যান নাহিদ সারোয়ার, স্টেপআপ ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর সাবিনা ইয়াসমিন, ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিটের প্রেসিডেন্ট জান্নাতুন ইশিতা এবং হ্যালোইভেন্টজ ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও মো আশিকুর রহমান।

সংবাদ সম্মলনে জানানো হয়, সামিটের উদ্দেশ্য হচ্ছে টেকসই ও দক্ষ যুব উন্নয়ন। এতে বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড, কানাডা, ভারত, নেপাল, এবং  শ্রীলংকার যুবারাও অংশগ্রহণ করবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানে দেশি-বিদেশিসহ প্রায় ৫৫ জন বক্তা বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করবেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট, ড্যাফোডিলসহ সরকারি-বেসরকারি  কমপক্ষে প্রায় ৩০টি বিশ্ববিদ্যায়ের তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment