বস্তির শিশুদের আর্ট কর্মশালা

বস্তির শিশুদের আর্ট কর্মশালা

  • ক্যাম্পাস ডেস্ক

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্যোসাল ওয়েলফেয়ার ক্লাব রায়েরবাজার বস্তির ১০ শিশু নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২২ অক্টোবর একটি শিল্প কর্মশালার আয়োজন করে।

বিশিষ্ট শিল্পী সমরজিত্ রায় চৌধুরী এবং শিল্প ইতিহাসবিদ ও ইউল্যাব স্যোসাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী কর্মশালাটি পরিচালনা করেন। ইউল্যাব স্যোসাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা এই প্রয়াসে সহায়তা করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চকলেট, বিরিয়ানি বিতরণ করেন ও তাদের সঙ্গে গল্প করে সুন্দর সময় কাটান। দারিদ্র্যতার কারণে বস্তির শিশুরা শৈশব জীবনেই বিষণ্ন অভিজ্ঞতার স্বীকার হয়। এই শিল্প কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে এ সব বস্তির শিশুরা তাদের স্বাতন্ত্রতা এবং শিল্পসম্মত ক্ষমতার সম্পর্কে সচেতন হয়েছে।

অনুষ্ঠান শেষে তাদের মাঝে রঙ পেন্সিল এবং রঙ বই তুলে দেওয়া হয়; যাতে তারা নিজেদের শৈল্পিক ইচ্ছাপূরণ করতে পারে, যা তাদের নিজস্ব সৃজনশীলতা আবিষ্কার করতে সাহায্য করবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment