চবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • ক্যাম্পাস ডেস্ক 

রোববারের এই ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার্থী মোট ৩২ হাজার ৭৭৩ জন অংশগ্রহণ করেন। ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৫৫১টি। এর ফলে প্রতি আসনে ৫৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অপরদিকে বেলা ৩টায় অনুষ্ঠেয় ‘জে’ ইউনিটে (ইনস্টিটিউট অব ফরেস্টি এন্ড এনভাইরনমেন্ট সায়ন্সেস) ৯ হাজার একশ ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর আসন মোট সংখ্যা ৯২টি। যার ফলে প্রতি আসনে ৯৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এদিকে রোববার সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, আমরা ভর্তি পরীক্ষার মত একটি কঠিনক্ষেত্র আয়োজন করতে সক্ষম হয়েছি, আশা করি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া পরীক্ষা শেষ করতে পারব।

উপাচার্য এ সময় ভর্তি পরীক্ষায় সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োজিত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রক্টরিয়াল বডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্যের সঙ্গে এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিন আক্তার, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.কামরুল হুদাসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, ভর্তি পরীক্ষা সম্মিলিত পদ্ধতিতে করলে ভালো হত। এক্ষেত্রে আমাদের এবং আমাদের সন্তানদের এত কষ্ট করতে হত না।

favicon59-4

Sharing is caring!

Leave a Comment