সিকৃবি’র বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘সেট আউট’

সিকৃবি’র বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘সেট আউট’

  • ক্যাম্পাস ডেস্ক 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আগামী ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘সেট আউট’।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের তোলা নির্বাচিত আলোকচিত্র নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।  ‘সেট আউট’ এর জন্য ইতিমধ্যে ছবি জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উন্মুক্ত ধারণায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যেকোনও শিক্ষার্থী ও শিক্ষক এ প্রদর্শনীর জন্য ছবি জমা দিতে পারবেন।  ইমেইল করে আগামী ৩০অক্টোবর পর্যন্ত ছবি জমা দিতে পারেন এই ঠিকানায়-  saups.photography@gmail.com।

ছবি জমা দেওয়ার নিয়মাবলী জানতে যেতে হবে ‘সেট আউট’ এর ফেসবুক ইভেন্টে-https://www.facebook.com/events/652992901549519/

কিংবা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক পেজে-http://www.facebook.com/saups.photography

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৌমিক দেব জানান, এবারই আমরা প্রথম অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি। আগামীতেও এই পরিকল্পনা অব্যাহত থাকবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment