রাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • ক্যাম্পাস ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের নোটিস বোর্ডে নির্বাচিতদের তালিকা দেয়া হয়।

কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. এফএমএএইচ তাকী স্বাক্ষরিত নোটিসের তথ্য অনুযায়ী, মেধাক্রমানুযায়ী বিজোড় রোল নম্বরধারীদের মধ্যে প্রথম ১ হাজার ৫২৪ ও জোড় সংখ্যার প্রথম ১ হাজার ৫১০ জনকে সাক্ষাত্কারের জন্য ডাকা হয়েছে।

বিজোড় রোল নম্বরধারীদের ৬ ও জোড়দের ৭ নভেম্বর সাক্ষাত্কার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে নেয়া হবে। সাক্ষাত্কারের সময় সকাল ৯টা থেকে দুপুর দেড়টা। সাক্ষাত্কারের জন্য উপস্থিত হতে না পারলে ওই শিক্ষার্থী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

নির্বাচিতদের ৮ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ছক ও নিয়মানুযায়ী বিষয় পছন্দ ফর্ম পূরণ করতে হবে। অসম্পূর্ণ ফর্ম গ্রহণযোগ্য হবে না। সাক্ষাত্কারের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিসহ ভর্তি পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্র নিয়ে আসতে হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়। চলতি বছর ‘এ’ ইউনিটে ৯৪১ সিটের বিপরীতে ২১ হাজার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষার জন্য ১ হাজার ৫৫০ ও নাট্যকলা ও সংগীত বিভাগে ব্যবহারিক পরীক্ষার জন্য যথাক্রমে ৩ হাজার ১৯০ ও ১ হাজার ৮৬৬ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।  ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা ৫ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment