আজ থেকে ঢাবিতে নন-ফিকশন বইমেলা

আজ থেকে ঢাবিতে নন-ফিকশন বইমেলা

  • ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী নন ফিকশন বইমেলা। আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে চত্বরে বসবে এ মেলা। মেলায় দেশের খ্যাতনামা ২৪টি প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ ও জাতীয় দৈনিক বণিক বার্তা যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে। সোমবার বিকেলে ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।

তিনি বলেন, গত বছরে যথেষ্ট পরিমাণ সাড়া পেয়ে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া মেলার সমাপনী দিন বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে ‘উচ্চ শিক্ষায় নন ফিকশন বই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা সবার জন্য উন্মোক্ত থাকবে বলেও জানানো হয়। favicon59-4

Sharing is caring!

Leave a Comment