চবির সি-৩ ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত

চবির সি-৩ ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত

  • ক্যাম্পাস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীন ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন ওঠায় উপাচার্যের নির্দেশে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই ইউনিটের প্রশ্নপত্রে উত্তর ‘বিশেষভাবে’ চিহ্নিত থাকায় থাকার অভিযোগে এ নির্দেশনা জারি করা হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের মৌখিক নির্দেশে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামের সি-৩ ইউনিট (বিজ্ঞান শাখা) ভর্তি প্রার্থীর জন্য পূর্বঘোষিত ৭ নভেম্বরের সাক্ষাৎকার স্থগিত করা হলো। এ সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গতকাল সোমবার বিকেলে বাণিজ্য অনুষদের ‘সি-২’ ও ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার  প্রশ্নপত্রে ১০০টি প্রশ্নেরই সঠিক উত্তরের অপশনে ঝাপসা করে দেয়া রয়েছে। কিন্তু পরদিন মঙ্গলবার ওই ইউনিটের ফলাফল প্রকাশের পর দেখা যায় ১২০ এর মধ্যে ১১৯ পেয়ে প্রথম স্থান অধিকার করে।  এছাড়া ফলাফলের ১ম সারির বাকি ২৯ জনই অস্বাভাবিক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে কখনো কেউ এতো নম্বর পাননি। এদিকে  সংশ্লিষ্ট ইউনিটের  ডিন ও সি ইউনিট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, উপাচার্য ঢাকা থেকে ফোন করে সি-৩ ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামীকাল (বৃহস্পতিবার) তিনি আমাদের সাথে বৈঠকে বসবেন।

এদিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কী কারণে এ নির্দেশনা তা তিনি স্পষ্ট করে জানাননি। পরীক্ষা বাতিল করা হবে কী না এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।    favicon59-4

Sharing is caring!

Leave a Comment