চবির সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল

চবির সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল

  • ক্যাম্পাস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাণিজ্য অনুষদের অধীন সি-৩ (বিজ্ঞান শাখার) ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন করে ২৫ নভেম্বর সি-৩ ইউনিটের নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত এ পরীক্ষা বাতিল করা হয়েছে বলে বুধবার দুপুরে উপচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের জানান। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।  তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে প্রশ্নপত্রে অস্পষ্টতা ছিল। তদন্তে কারো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। তাই পুনরায় পরীক্ষা নেয়া হবে।

এর আগে সি-৩ ইউনিটের পরীক্ষার প্রশ্ন পত্রেই উত্তর চিহ্নিত ছিল এমন একটি অভিযোগে উঠে। ফল প্রকাশের পর অভিযোগটি আরো স্পষ্ট হয়। জালিয়াতির অভিযোগ উঠায় এই ইউনিটের সব রকম ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে অভিযোগ তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। favicon59-4

Sharing is caring!

Leave a Comment