পরীক্ষার দিন পর্যন্ত প্রবেশপত্র সরবরাহ করবে বেরোবি

পরীক্ষার দিন পর্যন্ত প্রবেশপত্র সরবরাহ করবে বেরোবি

  • ক্যাম্পাস ডেস্ক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষার দিন পর্যন্ত  প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন ২০১৬-১৭ শিক্ষাবষের্র স্নাতক প্রথমবর্ষের ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রবেশপত্র সংগ্রহ করা যাবে টেলিটকের ওয়েবসাইট brur.teletalk.com.bd থেকে। সংগৃহীত দুই কপি প্রবেশপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর এবং পাসপোর্ট আকারের ছবি আঠা দিয়ে লাগিয়ে সঙ্গে আনতে হবে। সেই সঙ্গে অবশ্যই এইচএসসি বা সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd পাওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট এক হাজার ২৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬১ হাজার ৫৭৭ জন। ফলে প্রতি আসনে লড়বেন ৫০ জন শিক্ষার্থী। favicon59-4

Sharing is caring!

Leave a Comment