উদ্ভাবনী প্রকল্পের প্রতিযোগিতা

উদ্ভাবনী প্রকল্পের প্রতিযোগিতা

  • ক্যাম্পাস ডেস্ক 

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এনআইটি) পান্থপথের ক্যাম্পাসে সম্প্রতি আয়োজন করা হয়েছিল উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের প্রতিযোগিতা। শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছেন। প্রতিযোগিতা শেষে প্রথম হয়েছে ‘সেফটি ডিভাইস অব রেলওয়ে’ নামে একটি প্রকল্প।
আয়োজকদের সূত্রে জানা গেল, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি অধিদপ্তর কর্তৃক আয়োজিত স্কিলস কম্পিটিশন ২০১৬ কে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এবং এনআইটির চেয়ারম্যান আবদুল আজিজ। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্ট’-এর নির্ধারিত সময় অনুযায়ী প্রকল্প প্রদর্শনীর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment