পরিবেশ বিষয়ে পড়ালেখা

পরিবেশ বিষয়ে পড়ালেখা

  • ক্যাম্পাস ডেস্ক

পরিবেশ নিয়ে পড়ালেখা করে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি কীভাবে পরিবেশ রক্ষায় অবদান রাখা যায়, বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপারসন হাফিজা খাতুন
পৃথিবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে বলেই পরিবেশ বিষয়ে পড়ালেখার গুরুত্বও দিন দিন বাড়ছে। ভূ-বিজ্ঞান থেকে শুরু করে উদ্ভিদ-ভূগোলতত্ত্ব, মৃত্তিকাবিজ্ঞান, বাস্তুসংস্থানবিদ্যা, জলবায়ুতত্ত্ব, দুর্যোগ মোকাবিলা, নগর পরিকল্পনা, সমুদ্রতত্ত্ব, গ্রামীণ পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পড়াশোনার সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে।
দেশের দুর্যোগ মোকাবিলায় যেমন কাজ করতে পারেন, তেমনি এখান থেকে পড়াশোনা করা শিক্ষার্থীরা পানিতে, মাটিতে বা আকাশে—যেকোনো ক্ষেত্রে কাজের সুযোগ পেতে পারেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেনারেল সার্ভে অব বাংলাদেশ, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশনে (স্পারসো) কাজ করছেন অনেকে। এ ছাড়া এনজিওগুলোতে এ বিষয়ের শিক্ষার্থীদের কাজের সুযোগ রয়েছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও পরিবেশ সম্পর্কে ভালো জ্ঞান আছে—এমন লোকের প্রয়োজন। বর্তমানে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যাঁরা কম্পিউটারে আগ্রহী ও পারদর্শী, তাঁরা জিআইএস নিয়ে কাজ করছেন। ভালো করতে পারলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে কাজের সুযোগও হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি কাজের সুযোগ আছে এই বিভাগের শিক্ষার্থীদের। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ উন্মুক্ত। এ বিষয়ে পড়েও দেশে-বিদেশে কাজ করা যায়।

সূত্রঃ প্রথম আলো favicon59

Sharing is caring!

Leave a Comment