শেকৃবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

শেকৃবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

  • ক্যাম্পাস ডেস্ক

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ভর্তির শেষ সময় ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে যেকোনো সময় আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে পূরণ করে ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের চার অনুষদে মোট আসন সংখ্যা ৫৪০টি। তবে গত বছর অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। এবার এ বিভাগে আরো ১৫ আসন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার অনুষদটি এবার নতুন চালু করা হয়েছে।

ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment