গ্রামে বেড়ে ওঠা জনির গল্প

গ্রামে বেড়ে ওঠা জনির গল্প

  • ক্যাম্পাস ডেস্ক 

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল থানার এক সবুজে ঘেরা গ্রামে আমার জন্ম। এখানেই বেড়ে ওঠা। গ্রামের স্কুলে আমার শিক্ষাজীবনের হাতেখড়ি। তখন থেকেই স্বপ্ন দেখতাম, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ব। মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ হয়ে চলে আসি সিলেট শহরে। ভর্তি হই মদন মোহন কলেজে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অংশ নিই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায়। এই ক্যাম্পাস নিয়ে আমার ছিল অনেক স্বপ্ন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় স্বপ্নের ক্যাম্পাসে ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাই।
মনে আছে, তখন ছিল শীতকাল। কুয়াশাঘেরা এক সকালে হাজির হয়েছিলাম আমাদের নবীনবরণ অনুষ্ঠানে। আমার মতো আরও অনেক নতুন শিক্ষার্থীর সঙ্গে যখন ছাত্রছাত্রীদের সারিতে বসেছি। রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছিল শ্রদ্ধেয় শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল স্যারের দিকনির্দেশনামূলক বক্তব্য।
এরপরের ঘটনা এখনো স্বপ্নের মতো লাগে। শুরু হয়ে গেল বিশ্ববিদ্যালয়জীবন, একটা নতুন পরিবেশ। নতুন বন্ধুদের সঙ্গে সখ্য গড়ে উঠল, চলল ক্লাসের ফাঁকে মামার টং, ক্যাফেটেরিয়ায় চায়ের আড্ডা। বড় ভাইয়া-আপুদের সঙ্গে আদরের সম্পর্ক গড়ে উঠতেও সময় লাগেনি।
ক্যাম্পাসে ঢোকার সময় দীর্ঘ এক কিলোমিটার রাস্তা তখন মনে হতো পৃথিবীর সবচেয়ে মায়াবী পথ। দুই পাশে স্বচ্ছ পানির লেক দেখে মনের অজান্তেই গুনগুন করে গান গাইতাম। গোলচত্বর, মুক্তমঞ্চ, গ্রন্থাগার, মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্য চেতনা ৭১—সবকিছুই আমাকে আপন করে নিয়েছিল খুব দ্রুত। এ রকম একটি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে সব সময় নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়।
জনি দেব
ব্যবসায় প্রশাসন বিভাগ (মার্কেটিং), শাবিপ্রবি।favicon59

Sharing is caring!

Leave a Comment