নজরুল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

  • ক্যাম্পাস ডেস্ক 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন নতুন তিনটি বিভাগ চালু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম. হাফিজুর রহমান জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নতুন তিনটি বিভাগ চালুন হচ্ছে। বিভাগগুলো হচ্ছে- ১) পপুলেশন সায়েন্স, ২) নৃ-বিজ্ঞান, ৩) স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ১৯টি বিভাগে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর হতে ১২ নভেম্বর পর্যন্ত ভর্তি আবেদন গ্রহণ করা হবে।

২৪ নভেম্বর ‘ক’ ইউনিট, ২৫ নভেম্বর ‘খ’ ইউনিট , ২৬ নভেম্বর ‘গ’ ইউনিট, ২৭ নভেম্বর ‘ঘ’ ইউনিট এবং ২৮ নভেম্বর ‘ঙ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে আবেদন করতে ৬০০ টাকা প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে জানা যাবে। favicon59

Sharing is caring!

Leave a Comment