বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে পিপলএনটেক

বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে পিপলএনটেক

  • ক্যাম্পাস ডেস্ক 

‘ডিজিটাল বাংলাদেশ ২০২০’ এর কথা মাথায় রেখে চিল্ড্রেনস হোপের ৮০ জনেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে পিপলএনটেক। গত ছয় মাস যাবত এ প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

পিপলএনটেক এর বাংলাদেশের উপদেষ্টা ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. সাজ্জাদ হোসেন এর সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি এ কার্যক্রম পরিচালনা করে। এতে অসহায় ও বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান চিল্ড্রেনস হোপের ৮০ জনেও বেশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ছয়মাস ব্যাপী কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের পর চিল্ড্রেনস হোপের এক শিক্ষার্থী বলেন, কম্পিউটার, ইন্টারনেট আমাদের এতটা কাছাকাছি এনেছে এবং এর মাধ্যমে জটিল কাজ কত সহজে করেছে তা এই কোর্সটি না করলে বুঝতাম না।

পিপলএনটেকের কর্নধার যুক্তরাষ্ট্র প্রবাসী আবুবকর হানিপ বলেন, উদ্দেশ্য একটাই, আমরা প্রযুক্তিতে এগিয়ে যাব। দেশের প্রতিটি শিক্ষার্থী মেধাবী এবং পরিশ্রম করতে আগ্রহী। শুধু দরকার সঠিক এবং উপযুক্ত প্রশিক্ষণ। পিপলেএনটেক চেষ্টা করছে শিক্ষার্থীদের সঠিক ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করতে।favicon59

Sharing is caring!

Leave a Comment