মার্কিন উদ্যোক্তা ফেলোশিপ পেলেন তিন বাংলাদেশি তরুণ

মার্কিন উদ্যোক্তা ফেলোশিপ পেলেন তিন বাংলাদেশি তরুণ

  • উদ্যোক্তা ডেস্ক

২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও সাংস্কৃতিক ব্যুরো বাংলাদেশি তরুণদের পেশাদারী দক্ষতা বিকাশের জন্য ফেলোশিপ প্রদান করছে। ২০১৬ সালের অক্টোবর রাউন্ডে তিনজন বাংলাদেশি তরুণকে প্রোফেশনাল ফেলোশিপের জন্য নির্বাচন করা হয়েছে। বাংলাদেশি তরুণ নিলয় দাস, নওরীন আয়েশা ও জাহিদ হোসাইন খান এবারের ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। নিলয় দাস তার উদ্যোগ সার্জ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বহনযোগ্য বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে গবেষণা করছেন। হাউজ নামের ফ্যাশন আউটলেট নিয়ে কাজ করছেন নারী উদ্যোক্তা নওরীন আয়েশা। এছাড়াও তরুণ পেশাজীবি ও সামাজিক-উদ্যোক্তা জাহিদ হোসাইন খান ফেলোশিপ পেয়েছেন।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে ইউনিভার্সিটি অব ওকলাহোমার গেলর্ড কলেজ অব জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বাংলাদেশি তরুণ পেশাজীবিদের জন্য এই ফেলোশিপ প্রদান করে থাকে। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশীপ ডেভলপমেন্ট, ব্র্যাক ou-tulsa_seedsower-768x512মিয়ানমার ও ভারতের এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট ইনিস্টিটিউট এই ফেলোশিপের পার্টনার। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত এই প্রোফেশনাল ফেলোশিপ প্রোগ্রাম। এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের কাজে আরও সৃজনশীলতা ও নান্দনিক উদ্ভাবন বিকাশের প্রচেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জিডিএলএন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এই উদ্যোক্তা বিষয়ে ফেলোশিপপ্রাপ্ত তরুণদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (সিইডি) কয়েকধাপের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফেলোশিপপ্রাপ্ত তরুণদের নির্বাচন করেছে। ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষক ও ফেলোশিপ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীম ই হক জানান, ‘বাংলাদেশি তরুণদের ভিন্নমাত্রার পেশাদার অভিজ্ঞতা নেয়ার জন্যই এই ফেলোশিপ। তরুণদের আন্তর্জাতিক উদ্যোক্তাদের সঙ্গে তথ্য-আদান প্রদানের দারুণ সুযোগ মিলবে এই ফেলোশিপের মাধ্যমে।’

অনুষ্ঠানে ব্র্যাক বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক রহিম বি তালুকদারসহ বিগত কয়েক বছরের ফেলোশিপপ্রাপ্ত উদ্যোক্তা ও তরুণ পেশাজীবিরা উপস্থিত ছিলেন। ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলানি স্টাইন স্কাইপের মাধ্যমে জানান, ‘এই ফেলোশিপের মাধ্যমে বাংলাদেশের তরুণরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোগের কাজ সম্পর্কে দারুণভাবে জানার সুযোগ পেয়ে থাকে। যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে দারুণভাবে পরিচিত হওয়ার সুযোগ পান উদ্যোক্তা ও পেশাজীবিরা।’ অনুষ্ঠানে সঙ্গীতশিপ্লী জয় শাহরিয়ার, ব্যবসায়ী উদ্যোক্তা এ জেড এম সাইফসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশের তিন তরুণের সঙ্গে ভারত ও মিয়ানমারের ৮ তরুণ ফেলোশিপ নিয়ে ৬ সপ্তাহের জন্য মধ্য অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখবেন।favicon59-4

Sharing is caring!

Leave a Comment