৩৬তম বিসিএসের প্রিলি ৮ জানুয়ারি

৩৬তম বিসিএসের প্রিলি ৮ জানুয়ারি

লিডারশিপ ডেস্ক: ৩৬তম বিসিএসের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার ২ হাজার ৫২টি পদে লোক নিয়োগ দেওয়ার কথা।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ১২০, পররাষ্ট্র ক্যাডারে ২০, আনসারে ১৯ ও কর ক্যাডারে ৪৩ জনসহ সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৭১ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে (সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) ২৩ জন ও , কারিগরি শিক্ষা ক্যাডারে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। favicon

Sharing is caring!

Leave a Comment