ইবির বাসে চাকরি প্রত্যাশীদের ভাংচুর

ইবির বাসে চাকরি প্রত্যাশীদের ভাংচুর

শাহজাহান নবীন, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব বাসে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (২ মার্চ) রাত আটটার দিকে ঝিনাইদহের আরাপপুরে এ ভাংচুরের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এঘটনার পেছনে চাকরি প্রত্যাশী গ্রুপের ইন্ধন রয়েছে বলে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে কর্মকর্তাদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ‘পদ্মা’ ঝিনাইদহ শহরের আরাপপুরে পৌছলে দূর্বৃত্তরা হামলা করে। এসময় তারা বাসের সব যাত্রীকে নামিয়ে তাতে ভাংচুর চালায়। এঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও বাসের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ ও বহিরাগত চাকরি প্রত্যাশীদের কয়েকজন এই ভাংচুরের সময় উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ও নেতৃত্বে বাসে ভাংচুর চালায় দুর্বৃত্তরা। তবে চাকরি প্রত্যাশী কয়েকজনের সাথে এব্যাপারে জানতে চাইলে তারা ভাংচুরের বিষয়টি অস্বীকার করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন,‘বাস না চালানোর জন্য বুধবার সন্ধ্যার পর থেকে আমাকে মোবাইল ফোনে কয়েকবার হুমকি দেওয়া হয়। ঝিনাইদহ বাস মালিক সমিতির কর্তৃপক্ষ ও বাসের চালকদেরও নানাভাবে মোবাইলে হুমকি দেওয়া হয়েছে বলে আমার কাছে অভিযোগ এসেছে। হুমকি আসার কিছুক্ষণের মধ্যেই ঝিনাইদহ শহরের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস ভাংচুরের শিকার হয়েছে।’

কে বা কারা হুমকি দিয়েছে জানতে চাইলে তিনি বলেন-‘নাম্বার গুলো বন্ধ পাওয়া যাচ্ছে। তবে হুমকিদাতাদের কথা শুনে মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাথে স্বার্থ সংশ্লিষ্ট কোনো দাবি তাদের আছে। তবে আমার ধারণা ভুলও হতে পারে।’

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন- ‘মোবাইল ফোনে হুমকিদাতাদের সনাক্তকরণের কাজ চলছে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।’favicon594

Sharing is caring!

Leave a Comment