শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের চতুর্থ ম্যাচ পরিত্যাক্ত
স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে প্রায় পৌনে চার ঘণ্টা দেরিতে শুরু হওয়া শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ ওয়ানডেটি পরিত্যক্ত হয়েছে। নেলসনের স্যাক্সটন ওভালে মাঠে খেলা গড়িয়েছে মাত্র ৯ ওভার। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে এখন এক ম্যাচ হাতে রেখে ২-১ ব্যবধানে এগিয়ে থাকল স্বাগতিক নিউজিল্যান্ড।
শনিবার দেরিতে শুরু হওয়া ম্যাচ ২৪ ওভারে নেমে এসেছিল। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠালে শ্রীলঙ্কার শুরুটা ভালোই ছিল। স্বাগতিকরা ৯ ওভারে ৩ উইকেটে ৭৫ রান বোর্ডে জমা করার পর আবারো বৃষ্টি হানা দিলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
এর আগে টম লাথাম ৯, মার্টিন গাপটিল ২৭, কেন উইলিয়ামসনকে ১২ রানে সাজঘরে ফেরেন। আবারো বৃষ্টি নামার সময় হেনরি নিকোলাস ৪ ও রস টেইলর ২০ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে দুশমন্থা চামিরা, থিসারা পেরেরা ও নুয়ান কুলাসেকারা ৩টি করে উইকেট নিয়েছেন।
আগামী মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এরপর দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে লড়বে তারা।